বরাবর

মহাপরিচালক

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

বাংলাদেশ, ঢাকা।

মাধ্যমঃ যথাযথ কতৃর্পক্ষ।

বিষয়ঃ পবিত্র হজ্জব্রত পালনের জন্য ছুুটির অনুমতি দান প্রসংঙ্গে।

জনাব,

যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি আপনার অধীনে ঢাকা জেলার মতিঝিল থানার মাদারটেক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। আসন্ন ২০০৬ইং সালের ২৯ শে ডিসেম্বর পবিত্র হজ্জ বিধায় আমি ব্যক্তিগত ভাবে আমার নিজ খরচে হজ্জব্রত পালন করিবার জন্য পবিত্র মক্কা মদীনায় অথার্ৎ সৌদি আরব যাবার জন্য আপনার নিকট অনুমতি চাহিয়া আবেদন করিলাম।

অতএব, বিনীত প্রার্থনা এই যে, আমাকে হজ্জব্রত পালনের জন্য প্রয়োজনীয় ছুটি দানের অনুমতি দিয়া বাধিত করিতে আপনার সু—আজ্ঞা কামনা করছি।

তাং— নিবেদিকা

(হাছিনা আকতার)

প্রধান শিক্ষিকা

মাদারটেক সরকারী প্রাথমিক বিদ্যালয়, মতিঝিল, ঢাকা—১০০০।